Sunday, July 27, 2025

আইফোন কেনার টাকার জন্য গণধর্ষণের নাটক সাজিয়েছিলেন কলেজছাত্রী

আরও পড়ুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইফোন কেনার টাকার জন্য নিজেই নিজের অপহরণ ও গণধর্ষণের নাটক সাজিয়েছে এক কলেজশিক্ষার্থী। বিষয়টি বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

তিনি জানান, সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ছাত্রীর পরিবার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে এবং ভিকটিমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নারায়ণগঞ্জ শহরের হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠানো হয়।

আরও পড়ুনঃ  লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?’: প্রশ্ন প্রিন্স মাহমুদের

তদন্তে পুলিশ জানতে পারে, ভুক্তভোগী ছাত্রী বেশ কিছুদিন ধরে একটি আইফোন কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিলেন। টাকা না পেয়ে দুই সহপাঠীর সহায়তায় অপহরণ ও গণধর্ষণের নাটক সাজানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী নিজেই মাকে ফোন দিয়ে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে গণধর্ষণের হুমকি দেন।

পরদিন বুধবার পরিবার থেকে টাকা না পেয়ে বন্ধুদের মাধ্যমে তুষকা সিরাপ সংগ্রহ করে অর্ধেক পরিমাণ পান করেন এবং নিজেকে কলেজের পেছনে ফেলে রাখেন। এরপর পরিবারের কাছে ফোন দিয়ে জানান, যেহেতু টাকা দেননি, মেয়েকে কলেজের পেছনে ফেলে গেলাম।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এই ঘটনায় পুলিশ ওই শিক্ষার্থীর দুই সহপাঠীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ওসি তরিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ